মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পূজামন্ডপে আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
October 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ১৪টি পূজামন্ডপে আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ২১ অক্টোবর বিকাল ৪টায় পৌরসভা পূজামন্ডপে প্রাঙ্গনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দেব, পৌরসভার কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, ফয়ছল আহমদ, স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমুখ।
এছাড়া পৌরসভার পৌর কর্মকর্তারা, পূজামন্ডপের সভাপতি-সম্পাদক সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন