মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে প্রথম বারের ন্যায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে তোলেন স্থানীয় শিল্পীরা। আয়োজনের মধ্যে ছিল গান, নৃত্য এবং এর ফাঁকে চলে কৗতুক, ছড়া, কবিতা পাঠ ও অলোচনা সভা। অলোচনা সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন লেখক ও গবেষক সাদেক আহমদ।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ নাহার পরিচালনায় নৃত্য পরিবেশন করে প্রথমে কাহীনী স্বাগতা, আলিবা, শতাব্দী। পরের গ্রুপে প্রীতম, মিম, অনশ্রী ও রদশী নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন দর্শকদের মনমুগ্ধ করে তোলেন রেডিও পল্লীকন্ঠের সিনিওর ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান। এ ছাড়াও সংগীত পরিবেশন করেন মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ফেরদৌস আহমদ দুলাল, ক্যামেরা পার্সন আলী হোসেন রাজন, রেডিও পল্লীকন্ঠের নিয়মিত শিল্পী সিম্লা ও নিশী, আহমদ সাজন, সোয়েব আহমদ।
কবিতা পাঠ করেন বাংলাদেশ টেলিভিশনের মুখ্য প্রধান কর্মকর্তা জাহিদুল ইসলাম, ছড়া পাঠ করেন কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব, দি ঢাকা ট্রিবিউন এর প্রতিনিধি রজত কান্তি গোস্বামী কবিতা পাঠ করেন। এছাড়া ছোট্র শিশু সাকিল ছড়া আবৃতি করে।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা বর্ষবরণের শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রাধাপদ দেব সজল, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, সৈয়দ মহসীন পারভেজ, আকমল হোসেন নিপু, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নজরুল ইসলাম মুহিব, শাহ অলিদুর রহমান, এম এ মোহিত, ফেরদৌস আহমদ, অশোক কুমার দাশ, আনহার আহমেদ সমশাদ, মোঃ মোস্তফা, সালেহ এলাহী কুটি, হাসানাত কামাল, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, পার্থ সারথী পাল, মাহবুবুর রহমান রাহেল, পান্না দত্ত, বিকুল চক্রবর্তী, চৌধুরী ভাষ্কর হোম, মু. ইমাদ উদ-দীন, ইমন দেব চৌধুরী, এ এস কাকন, সৈয়দ বয়তুল আলী।
অনুষ্ঠানের কারিগরী সহযোগীতায় ছিলেন মনজু চৌধুরী, মো: আমীর, আলী হোসেন রাজন, আকলিছুর রহমান।
মন্তব্য করুন