সংক্রমণ আইন অমান্য করায় ১৮৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা : ১ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৫০ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৮৬ জন ব্যক্তির বিরুদ্ধে মামলায় ১ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৫০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
২৯ জুন মঙ্গলবার সকাল ১১ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত মহামারী কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ওই সময়ে জেলার সাত উপজেলার বিভিন স্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১) (খ) ধারামতে ১৮৫ জনকে মোট ১ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি)। এছাড়াও জেলা সদরে কোর্ট পরিচালনাকালে অন্যন্যদের মধ্যে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, অর্ণব মালাকার। মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশ ও র্যাব।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ১১২ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১ শতাংশ । এ পর্যন্ত জেলায় ২ হাজার ৯‘শ ৭১ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৬ শত ৩২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪১ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৩৫ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন।
মন্তব্য করুন