মৌলভীবাজার সদরে ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিষ্কার
May 29, 2016,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক পত্রে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করেন।বহিষ্কৃতরা হলেন কনকপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা, কামালপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আলাউর রহমান এবং আখাইলকুড়া ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খয়েজ আহমদ।
মন্তব্য করুন