মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নিজামের মৃত্যুতে এম. নাসের রহমানের শোক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিজামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান।
সোমবার ১৮ সেপ্টেম্বর রাতে এক শোক বার্তায় এম. নাসের রহমান বলেন, তাঁর মৃত্যুতে আমি অত্যান্ত বিধ্বস্ত। তাঁর মতো একজন সৎ ও একনিষ্ঠ রাজনৈতিক কর্মীকে এই বয়সে হারানো আমার জন্য অত্যান্ত কষ্টের ও বেদনাদায়ক।
ব্যক্তি জীবনে নিজাম একজন ব্যক্তিত্বসম্পন্ন, ভদ্র ও অমায়িক মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি’র অপূরণীয় ক্ষতি হয়েছে।
আমি ও জেলা বিএনপি’র সকল নেতা-কর্মী মিজানুর রহমান নিজামের এই আকস্মিক মৃত্যুতে অত্যান্ত মর্মাহত ও ব্যথিত এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
মহান আল্লাহ’তায়ালা তাকে যেনো জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমরা সকলেই এই দোয়া করি।
তাঁর শোকে মূহ্যমান স্ত্রী, প্রবাসী একমাত্র ছেলে ও একমাত্র নাবালিকা মেয়েকে আমাদের গভীর সহানুভূতি ও সমবেদনা জানাই। মহান আল্লাহ’তায়ালা তাদের যেনো এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।
উল্লেখ্য, মিজানুর রহমান নিজাম সোমবার ১৮ সেপ্টেম্বর বিকেলে সাড়ে ৫ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও পরবর্তীতে হার্ট এ্যাটাক জনিত কারণে বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৭ বছর।
মন্তব্য করুন