মৌলভীবাজার সোনার বাংলা আদর্শ ক্লাবে মেধা যাচাই বৃত্তি প্রদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়ের অংশ গ্রহনে মেধাযাচাই পরিক্ষারর মাধ্যমে শিক্ষার্থীর বাচাই করে ছাত্র ছাত্রীদের কে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা স্হানীয় সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে ২৫ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়।
২নং মনুমূখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেফুল এর সভাপতিত্বে ও সোনার বাংলা ক্লাবে সভাপতি কয়েছ আহমেদ ও প্রচার সম্পাদক সৌম্য মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল ওয়াদুদ । বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ময়নূল হক ,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, মনুমূখ পিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবজীবন গোস্বামী ,গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অবিনাশ দেব ,ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সদস্য আমিরুল ইসলাম সাহেদ,সোনার বাংলা আদর্শ ক্লাবে সহ সভাপতি তুফায়েল আহমদ,উজ্জল মিয়া,সাধারন সম্পাদক মুনাইম আহমদ,সহ সম্পাদক রিপন মিয়া, সহ সম্পাদক সোহাগ মিয়া,সাকের মিয়া, দিলু মিয়া, টিপু মিয়া,মাচুম,অপু, হাপিজ জুবায়ের,জায়েদ আহমদ,রায়হান, নয়ন, পবলু,আক্তার, মুকিদ,তারেক প্রমূখ ।
প্রায় ৬০ জন শিক্ষার্থীদের কে বিভিন্ন কেটাগরীতে নগদ অর্থ সার্টিফিকেট ক্রেষ্ট দেওয়া হয়।
মন্তব্য করুন