মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট সমৃদ্ধি করণে আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার॥ করোনা কালীন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট সমৃদ্ধি করণে ৮ লক্ষ ১৩ হাজার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
হাসপাতালের পক্ষে আর্থিক অনুদান গ্রহন করেন, মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডঃ চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ ও মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক।
আর্থিক অনুদান হস্তার করেন, মৌলভীবাজার বি.এম.এ ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: এম.এ আহাদ, সমাজসেবক ও জেলা আওয়ামীলগের সহ-সভাপতি মসুদ আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আহমেদ তারেক।
এ সময় উপস্থিত ছিলেন, ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটিও মৌলভীবাজার সমরকারি উচ্চ বিদ্যালয়ে সেতুবন্ধন ৮৮ব্যাচ।
মৌলভীবাজার বি.এম.এ ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডাঃ এম.এ আহাদ বলেন,মৌলভীবাজার জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট সমৃদ্ধ ও পরিপূর্ণ করতে এবং মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই আর্থিক অনুদানটি প্রদান করা হয়েছে।
আর্থিক অনুদান প্রদান করেন, মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে ৬ লক্ষ টাকা, মৌলভীবাজার সমরকারি উচ্চ বিদ্যালয়ে সেতুবন্ধন ৮৮ ব্যাচ এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা, সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমানের পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা।
মন্তব্য করুন