মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগ নেতা এম এ রহিম শহীদ সিআইপি
স্টাফ রিপোর্টার॥ আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক বৃটিশ কাউন্সিলার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব এম এ রহিম শহীদ (সি.আই.পি)।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকেলে সদর উপজেলার সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার ছিলেল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, মনসুর নগর ইউপি চেয়ারম্যান ও রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বখত, পৌর কাউন্সিলার জালাল আহমদসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন