যান্ত্রিক মাধ্যমে ময়লার পরিষ্কার করার জন্য নতুন গাড়ির উদ্বোধন

October 8, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরবাসীর জন্য গাড়ির মাধ্যমে টয়লেটের ময়লার টাংকি পরিষ্কার করার জন্য নতুন দুটি গাড়ির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার  ৮ অক্টোবর  দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের বাসভবনের ময়লার টাংকি পরিষ্কারের মাধ্যমে এর উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ।

এ সময় পুলিশ সুপার বলেন সবুজ সুন্দর একটি পরিষ্কার জেলা বর্জ্য পরিষ্কার করতে অনেক মানুষের দুর্ঘটনা ঘটেছে। এখন আধুনিক যন্ত্রের মাধ্যমে এমন বর্জ্য পরিষ্কার করতে মানুষের উপকার হবে এমন কাজকে তিনি ধন্যবাদ জানান।

এ সময় পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, ইউজিপি প্রজেক্ট-৩ এর আওতাধীন বাসাবাড়ি অফিস-আদালতের ময়লা পরিষ্কার করার জন্য মৌলভীবাজার পৌরসভা কে দুইটি গাড়ি দেওয়া হয়েছে গাড়ি দিয়ে কমপক্ষে ১০০ থেকে ২০০ ফুট দূরত্ব থেকে ময়লা পরিষ্কার করা যায় এবং পরিষ্কারের সময় আশেপাশে কোনো দুর্গন্ধ ছড়াবেনা। এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com