‘যুদ্ধাপরাধী’ অভিযুক্ত আকমল আলীর কারাগারে মৃত্যু
July 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আকমল আলী মারা গেছেন।
রোববার ১৯ জুলাই বিকেলে ঢাকা কারাগারে তার মৃত্যু হয়। ২০১৫ সালে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আল ইসলাহ নামের একটি সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন।
জানাযায়, তার বিরুদ্ধে-৭১ সালের ৭ মে রাজনগরের পাঁচগাঁও গ্রামে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, সেদিন আকমল আলীসহ আরও চার জনের সহযোগিতায় পাক সেনারা গ্রামের ৫৯ জন নিরীহ মানুষকে গুলিকরে হত্যার পাশাপাশি বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে।
মন্তব্য করুন