যুবলীগ নেতা সেলিমের উদ্যোগে সাড়ে ৫শত নিম্ম আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
তোফায়েল পাপ্পু॥ বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে দিন দিন বেড়ে চলেছে কর্মহীন মানুষের সংখ্যা। অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসব কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন যুবলীগ নেতা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার ২১ মে দুপুর ১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে ব্যক্তিগত উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো আতপ চাল, ময়দা, লবন, নুডুলস, সেমাই, চালের গুড়া, তেজপাতা ইত্যাদি।
এ সময় ৫শত ৫০জন নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
এসব ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মনির আহমদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন