রাজনগরে উরস নিয়ে এলাকায় উত্তেজনা

আউয়াল কালাম বেগ : রাজনগরে উরসের নামে অশ্লীলতা বন্ধের প্রতিবাদের জেরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম নেতার উপর হামলা হয়। এর প্রতিবাদে সোমবার ১৩ জানুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসির সূত্রে জানা যায়, টেংরা ইউনিয়নের হযরত গাজী শাহ (রা:) মাজারে মঙ্গলবার ৭ জানুয়ারি বার্ষিক উরস ও বাউল গানের আয়োজন করে করতল-ইসলামপুর যুব কমিটি। এখানে উরুসের নামে নানা অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে এলাকার ধর্মপ্রাণ তৌহিদীজনতা উরুস পন্ড করে দেয়।
এ ঘটনার জেরে উরুস আয়োজক কমিটির ছাত্রলীগ কর্মী আবুল মশাহিদ, সাদিক, জুবেল ও তুহিন আঞ্জুমানে আল ইসলার উপজেলা সভাপতি আলী হোসেন মিতুলের উপর অতর্কিত হামলা করে। মারাত্মক ভাবে আহত করে। এর প্রতিবাদে অশ্লীলতা দমন কমিটি, অদক’র আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানানো হয়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করা হয়েছ। রাজনগর থানা অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মোবাশ্বেরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
মন্তব্য করুন