রাজনগরে চোরাই গরুসহ ৩ চোর গ্রেফতার

আউয়াল কালাম বেগ॥ রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নির্দেশনায়। এসআই (নিঃ) মোঃ সওকত মাসুদ ভূইয়া, এসআই(নিঃ) সুলেমান আহমদ এবং এসআই(নিঃ) উবায়েদ আহমদ নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম ১৭ মার্চ শুক্রবার উত্তর ঘরগাঁও এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির ঘটনায় জড়িত এবং আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বাবলা মিয়া (৩৮), পিতা-আব্দুল কুদ্দুছ প্রঃ নাইয়া, সাং-উত্তর ঘরগাও, ২ আব্দুল মতিন মিয়া (৩৭), পিতা-মৃত আরজান মিয়া , সাং-ঘরগাঁও,উভয়ের থানা রাজনগর জেলা মৌলভীবাজার গ্রেফতার করে।
তাদের দেয়া তথ্য মতে তাদের অপর সহযোগী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন পিতা-শংকর রাজভরের ছেলে নার সামলু রাজভর (৪৫), কে একটি চোরাই গরুসহ শমসেরনগর চা বাগান(নতুন টিলা), থেকে গ্রেফতার করে। চুরি হওয়া গরুটি আসামী নার সামলু বারজভর এর গোয়ালঘর হতে উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ১৪/০৩/২৩ ইং তারিখ রাতে আব্দুল গফফার (৫০), পিতা-মৃত মনির মিয়া, সাং-তেলিজুড়ী, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার এর গোয়াল ঘর হতে একটি ন্যাড়া লাল রংয়ের ডেকা বাছুর, মূল্য আনুমানিক ৪০,০০/-টাকা চুরি হয় আব্দুল গফফার থানায় অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান করে চোরাই গরু তিনজন গরু চোরকে গ্রেফতার করে। রাজনগর থানা অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় বলেন গরু চুরিরোধে রাজানগ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন