রাজনগরে জামায়াতের কমিটি গঠন

December 3, 2024,

শংকর দুলাল দেব : রাজনগরে উপজেলা জামায়াতের কমিটি গঠন করা হয়েছে। নবনির্বচিত আমীর ২ নভেম্বর সোমবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। ২০২৫-২৬ সেশনের জন্য গঠিত এ কমিটিতে দ্বিতীয় বারের মতো আবুর রাইয়ান শাহীকে আমীর ও মিছবাহুল হাসানকে সেক্রেটারী করে এ কমিটি গঠন করা হয়। এছাড়াও ২০২৫-২৬ সেশনের জন্য রাজনগর উপজেলা কমিটির আওতাধীন ৮ ইউনিয়নের কমিটিও গঠন করা হয়।

এ উপলক্ষে ১৯ নভেম্বর মঙ্গলবার রাজনগরস্থিত উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। সেক্রেটারী মিছবাহুল হাসানের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, জেলা নায়েবে আমীর মাও. আব্দুর রহমান, জামায়াত নেতা জাহাঙ্গীর আহমদ মুহিত, দেলোয়ার হোসেন বাবলু প্রমুখ। ৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অন্যান্যরা হলেন- উপজেলা নায়েবে আমীর এম এ শহীদ, অফিস ও প্রকাশনা সম্পাদক মু. আয়ুব আলী, মানব সম্পদ ও আইসিটি সম্পাদক জাহাঙ্গীর আহমদ মুহিত, আইন ও শ্রম সম্পাদক শেখ মু. শাহাব উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক আবুল খায়ের, প্রচার-মিডিয়া-কৃষি অর্থনীতি সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু এবং শিক্ষা ও পেশাজীবি সম্পাদক আবু লাবিব।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com