রাজনগরে ফেন্সিডিলসহ আটক-২ ব্যবহৃত গাড়ী জব্ধ

October 4, 2018,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। ফেন্সিডিল বহনকারী একটি অটোরিক্সাকে জব্ধ করা হয়েছে। পুলিশ জানায়, ২ অক্টোবর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদেও ভিত্তিতে রাজনগর থানার এসআই অনিক বড়–য়া, এসআই অজিত কুমার তালুকদার, এএসআই মোঃ সেলিম রেজা ও মওদুদুল আহমসহ বিশেষ এক অভিযান চালায় পুলিশ। তাৎক্ষনিক রাজনগর থানার কামারচাক ইউপির পালপুর এলাকায় চেক পোষ্ট ডিউটি করাকালীন সময়ে কুলাউড়া হতে আসা শ্রীমঙ্গল গামী একটি অটোরিক্সা তল্লাশী করেন তারা। এসময় ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে মজনু মিয়া (২৪) ও শিপু দত্ত (৩২) নামে দুজনকে আটক করা হয়। আটকৃত মজনু মিয়া শ্রীমঙ্গল উপজেলার পাইকপাড়া গ্রামের ফরকিছ মিয়ার পুত্র ও শিপু দত্ত মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউপির রনকেলী (অলহা) গ্রামের অরবিন্দু দত্ত এর পুত্র। পুলিশ আরো জানিয়েছে, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি আটক করা হয়েছে। আটকৃতদের বিরোদ্ধে ১৯৯০ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩, তাং-০২/১০/২০১৮ইং। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com