রাজনগরে বীর মুক্তি যোদ্ধাদের সংর্বধনা ও অসচ্ছল কর্মীদের চেক প্রদান

আউয়াল কালাম বেগ॥ দেশ মাতৃকা রক্ষায় জীবনের মূল্যকে তুচ্ছ করে যারা যুদ্ধে গিয়েছিল ‘মুক্তাঙ্গন- হৃদয়ে জাসদ, ওয়াটস্অ্যাপ গ্রুপের আয়োজনে রাজনগরে সেই বীর মুক্তি যোদ্ধাদের সংর্বধনা ও অসচ্ছল কর্মীদের টাকার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় গালফ কমিউনিটি সেন্টারে শুক্রবার ৯ অক্টোবর বিকেল ৪টায় এ সংবর্ধনা অনুিষ্ঠত হয়।
বাংলাদেশ প্রতিদিনের সিনিওর ষ্টাপ রিপোর্টার সাংবাদিক নিজামুল হক বিপুলের সঞ্চালনা ও জাসদ নেতা নাজমুল হোসেন চৌধুরীর মওলুদ এর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনা আর ফুলেল শুভেচ্ছায় শুরু হয় এ অনুষ্ঠান।
প্রধান অতিথি ছিলেন জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা বীর মুক্তি যোদ্ধা মোঃ মোতাহার হোসেন। উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিল চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজব উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহ জমসেদ আলী, হুমায়ুন কবির শফিউল আলম খান ও কৃপাময় দাস। বক্তব্য রাখেন আব্দুল হাকিম, হুমায়ুন আহমদ, সোনাওর রহমান সোনা,আব্দুল আজিজ রুপন, সেলিম আহমদ,মোস্তাক চৌধুরী, সমিরন দেব সুজিত ও শিবন দাস শিবু প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে রাজনগর উপজেলার জাসদের সর্বস্তরের নেতা কর্মি উপস্থিত ছিলেন
অনুষ্ঠান শেষে উপস্থিত সংবর্ধিত বীর সেনানী দেশের সুর্যসন্তান মুক্তি বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ দিকে রাজনগর উপজেলা জাসদের তিনজন অসচ্ছল কর্মিদের তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
মন্তব্য করুন