রাজনগর ও কুলাউড়ায় ১১ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিষ্কার

April 25, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর ও কুলাউড়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কারয নির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক পত্রে তাদের প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ থেকে তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সদস্য মতিউর রহমান লয়লুছ, উত্তরভাগ ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উত্তরভাগ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহা শাহীদুজ্জামান (ছালিক), মুন্সিবাজার ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাজনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য ছাতির মিয়া, পাঁচভাগ ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সদস্য মো. সামছুন নুর আজাদ, টেংরা ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক টিপু খান, কামারচাক ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামারচাক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান (সোহেল), মনসুরনগর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাজনগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ছাদিকুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com