রাজনগর ও জুড়ীতে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরমিানা

July 12, 2024,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর ও জুড়ী উপজলোয় অভযিান চালেিয় ৫টি প্রতষ্টিানকে ২৬ হাজার টাকার জরমিানা করছে জলো ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তর।
বৃহস্পতবিার ১১ জুলাই ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তর মৌলভীবাজার জলো র্কাযালয়রে সহকারী পরচিালক মো. শফকিুল ইসলাম এর নতেৃত্বে ও রাজনগর থানা পুলশিরে একটি টমিরে সহায়তায় রাজনগর উপজলোর বভিন্নি স্থানে বাজার তদারকি ও অভযিান পরচিালনা করা হয়। এসময় বভিন্নি অনয়িমরে দায়ে ২টি প্রতষ্টিনকে ১২ হাজার টাকা জরমিানা করা হয়।
এছাড়াও বুধবার মৌলভীবাজার জুড়ী উপজলোর পোস্ট অফসি রোড, ভবানীগঞ্জবাজারসহ বভিন্নি জায়গায় নত্যি প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও অন্যান্য ব্যবসায়ী প্রতষ্ঠিানে সচতেনতামূলক র্কাযক্রম পরচিালনাকালে লুৎফুর ভ্যারাইটজি স্টোরকে ১০ হাজার টাকা, আশোক ভ্যারাইটজি স্টোরকে ২ হাজার টাকা, বসিমল্লিাহ স্টোরকে ২ হাজার টাকা জরমিানা আরোপ ও তা আদায় করা হয়। আজকরে অভযিানে মোট ৩ টি প্রতষ্ঠিানকে র্সবমোট ১৪ হাজার টাকা জরমিানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com