রেডিও পল্লীকণ্ঠের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

January 11, 2023,

পলিরানী দেবনাথ॥ রেডিও পল্লীকণ্ঠের ১২তম বর্ষে পদার্পণ এবং ১১তম বর্ষপূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

বুধবার ১১ জানুয়ারি প্রথম দিনের কর্মসূচিতে বিকাল ৩টায় রেডিও পল্লীকণ্ঠ প্রাঙ্গনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক. গ্রুপে ১ম থেকে ৫ম শ্রেণীর বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রী এবং খ. গ্রুপে ৬ষ্ট- থেকে ১০ম শ্রেনীর বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিকাল ৪টায় বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ট-১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র প্রোগ্রাম ম্যানেজার রেডিও পল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটার মোঃ আজিজুর রহমানের উদ্যোগে দ্বিতীয় বারের মতো রেডিও পল্লীকণ্ঠে সাধারণ জ্ঞান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, রেডিওপল্লীকন্ঠের সিনিয়র সহ-সভাপতি ব্যবস্থাপনা কমিটি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারন সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, রেডিও পল্লীকণ্ঠ পপুলার থিয়েটার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজিজুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান প্রমুখ।

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে বৃহস্পতিবার ১২ জানুয়ারি পুরষ্কার বিতরণ করা হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় পপুলার থিয়েটারের উপস্থাপনায় নাটক “বেটাগিরি” মঞ্চায়ন হয়। উল্লেখ্য ১২ জানুয়ারি ১২তম বর্ষে পদার্পণ করবে সিলেট বিভাগের প্রথম কমিউনিটি রেডিও“রেডিওপল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার”। এদিন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, পল্লীকণ্ঠ পদক, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com