রেডিও পল্লীকণ্ঠে কর্মশালা অনুষ্ঠিত

September 27, 2022,

পলি রানী দেবনাথ॥ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ২০২২-২৩ অর্থবছরের “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা” এর কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক এর উদ্যোগে পরিচালিত কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোছা. মাকছুদা খাতুন। এ সময় তিনি বলেন, রেডিও পল্লীকণ্ঠ মৌলভীবাজারের প্রান্তিক জনগণের উন্নয়ন সাধনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শুধুমাত্র মৌলভীবাজার জেলা শহরে নয় তারা বিভিন্ন উপজেলার গ্রামঅঞ্চলে কৃষি,স্বাস্থ্য,শিক্ষাবিষয়ক বার্তা ইত্যাদি প্রচার করে ইতোমধ্যে মৌলভীবাজারবাসীর ভরসার জায়গা হয়ে উঠেছে। তাছাড়া তিনি রেডিও পল্লীকণ্ঠের সফলতা কামনা করেন এবং ব্র্যাকের উদ্যোগের প্রশংসা করেন।
এতে আরোও উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ এনাম চৌধুরী,জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট মোঃ এমদাদ উল্যাহ, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মো: আজিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার (রেডিও পল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটার) সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক,রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান, রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীনসহ সকল প্রযোজকবৃন্দ।
শুরুতেই সিলেট অঞ্চলের বিখ্যাত ধামাইল গানের মাধ্যমে আগত অতিথিদের স্বাগত জানানো হয় এবং রেডিও পল্লীকণ্ঠের কর্মীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পরবর্তীতে রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে আগত অতিথিদের সাথে পল্লীকণ্ঠের কর্মীদের পরিচয় পর্ব এবং রেডিও অনুষ্ঠানের উপর মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান ও এর ধরন প্রসঙ্গে তথ্যচিত্র সম্পর্কে বিশদ আলোচনা করেন মো: মেহেদি হাসান ও মো: আজিজুর রহমান।
কর্মশালার শেষাংশে রেডিও পল্লীকণ্ঠকে শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোছা. মাকছুদা খাতুন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com