রেডিও পল্লীকন্ঠের আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ ফেব্রুয়ারি হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে রেডিওপল্লী কণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, সহকারী প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, রেডিও পল্লী কণ্ঠের অনুষ্ঠান প্রযোজক মোঃ আল-আমীন, সংবাদ প্রযোজক পলি রানী দেবনাথ, তেরেসা দাস বৃষ্টিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বাল্য বিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম বলেন, প্রত্যেক শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিক ভাবে মূল্যায়ন করে শিক্ষা দীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে।
রঙিন ক্যাম্পাস অনুষ্ঠান প্রচারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হাফিজা খাতুন বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা।
মন্তব্য করুন