র্যাব-৯ এর অভিযানে জুড়ীর সাগরনাল চা বাগান থেকে বিদেশি পিস্তল উদ্ধার
October 3, 2020,

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী উপজেলার সাগরনাল চা বাগান থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
৩ অক্টোবর শনিবার সময় সকাল ৭ টায় সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্পের) কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এশটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার জুড়ী থানার উত্তর সাগরনাল চা বাগানের পাহাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। যার গায়ে লিখা ছিল (4.5mm Air Pistol Made in England)। পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করার জন্যে জব্দ কৃত আলামত র্যাব মৌলভীবাজার জেলার জুড়ী থানায় হস্তান্তর করেছে।
মন্তব্য করুন