র‌্যাব ৯ গ্রেপ্তার করলো ধর্ষণ মামলার পলাতক আসামী

May 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে ধর্ষণ মামলার পলাতক আসামী এনাম আহমেদ গ্রেপ্তার করে।
গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন রসুলপুর বাজার থেকে সিলেট জেলার জৈন্তাপুর থানার মামলা নং-১ তারিখ ০১/০৫/২০২১, নারী ও শিশুনির্যাতন দমনআইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) সহ ৩১৩ পেনাল কোড এর এজহারনামীয় প্রধান আসামী এনাম আহমেদ (২৮), পিতা-ফজুমিয়া, সাং-রুপচেং, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট’কে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামীকে সংশি¬ষ্ট থানায় হ¯ান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com