লকডাউনের প্রথম দিনে সরকারের বেঁধে দেয়া নিষেধাজ্ঞা মানতে মৌলভীবাজার জেলা প্রশাসনের ব্যপক প্রচারণা

April 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ কঠোর লকডাউন মানতে মৌলভীবাজার জেলা প্রশাসন ব্যপক প্রচারণ শুরু করেছে। বুধবার ১৪ এপ্রিল দূপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে জেলা শহর সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সহকারি ভূমি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন কয়েকটি গ্রপে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তারা অপ্রয়োজনীয় যানবাহন, দোকানপাট ও বাহিরে চলাচলকারি মানুষদের সতর্ককরে দেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে র‌্যাব ও পুলিশ। এ সময় সরকারের বেঁধে দেয়া নিষেধাজ্ঞা মেনে চলার জন্য মাইকিং করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com