লকডাউন অমান্য, বড়লেখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

April 15, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ এপ্রিল বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার বিকেলে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত দাস, উপ পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com