লন্ডনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

August 12, 2018,

কমলগঞ্জ প্রতিনিধি॥ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনে “বঙ্গবন্ধু শিশু একাডেমি” যুক্তরাজ্য শাখার উদ্যোগে ৯ আগষ্ট বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।

বঙ্গবন্ধু শিশু একাডেমি যুক্তরাজ্য শাখার সভাপতি শাহাজানুর রাজার সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ -সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি হরমুজ আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারি নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম এ করিম, সাবেক ছাত্রনেতা কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সায়েদ আহমদ সাদ, সাবেক কাউন্সিলর রহিমা রহমান, মহানগর আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা  হাজি আব্দুর রহিম, নর্থ লন্ডন আওয়ামীলীগ সেক্রেটারি আহ্সান আহমদ, সাবেক কেটারার্স আশরাফ উদ্দিন, সেলেব্রিটি সেফ সাব্বির করিম, মুক্তিযোদ্ধা কবি সুরুজ্জামান চৌধুরী, আফসার খান সাদেক, নাসির উদ্দিন, মানবাধিকার নেত্রী সাজিয়া ¯িœগ্ধা, কমিনিটি নেতা মুজিবুর রহমান মনি, মানবাধিকার নেত্রী রুবি হক, বিবিসি ও ভয়েস অফ আমেরিকার সাবেক বাংলা প্রতিনিধি সেলিনা চৌধুরী, বাচ্চু বক্ত, জামান আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম ইমন ও মনি উদ্দিন মুজিব প্রমুখ।

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও কবি সুরুজ্জামানের কোরআন তেলোয়াতের মাধ্যমে শোক সভার কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ “বঙ্গবন্ধু শিশু একাডেমি যুক্তরাজ্য” শাখা কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের এই মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নব নির্বাচিত কমিটির সভাপতি-সেক্রেটারি ও তাদের পরিষদকে অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাজ্যে এই সংগঠন বৃটিশ বাংলাদেশী শিশু কিশোরদের- বাংলাদেশ, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সম্যক ধারনা দিতে সচেষ্ট থাকবে।

সংগঠনের সভাপতি সাজানুর রাজা ও সেক্রেটারি নজরুল ইসলাম যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ কমিনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com