লাউয়াছড়ার পাশে আহতবস্তায় হরিণ উদ্ধার : অবশেষে চিকিৎসা ছাড়াই ছেড়ে দেয়া হল

April 4, 2021,

বিকুল চক্রবর্তী॥ ৪ এপ্রিল রবিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে উদ্ধারকারী দলের সদস্য সাগর মিয়া জানান, শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল টি মিউজিয়াম এন্ড রিসোর্টের সামনে একটি চিত্রা হরিণ পড়ে থাকতে দেখে তারা শ্রীমঙ্গল সিতেশ রঞ্জন দেব এর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করেন। সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, হরিণটিকে তাদের সেবা ফাউন্ডেমনে নিয়ে যেতে। তখন তারা একটি সিএনজি করে এটিকে সেবা ফাউন্ডেশনে নিয়ে গেলে সজল দেব হরিণটি দেখে পশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সজল দেবের কথামতো পশু হাসপাতালে নিয়ে এর চিকিৎসা করান।
তারা জানায়, এ সময় অনেকেই তাদেরসহ হরিনটির ছবি তুলে। সে সময় একজন গনমাধ্যমকর্মীও সেখানে ছবি তুলেন। এ সময় পুশু হাসপাতালের কর্মী ও উপস্থিত অন্যরা এটিকে দ্রুত বনে ছেড়ে দেয়ার পরামর্শ দেন। না হলে বন বিভাগ তাদের আটক করতে পারে। তারা ভয়ে দ্রুত যে স্থান থেকে উদ্ধার করে ওই স্থানে নিয়ে ছেড়ে আসে। এ সময় রাস্তায় চলাচলকারী অনেকেই ছবিও তুলেছেন বলে তারা জানায়। তবে দ্রুত ছেড়ে দিতে গিয়ে তারা নিজেরা কোন ছবি তুলেনি। তারা বলেন, পশু হাসপাতালে আসা ওই গণমাধ্যমকর্মীকেও অবমুক্তস্থলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তিনি যাননি। তারা জানান, হরিণটি তাদের সরানোর ইচ্ছা তাকলে তারা সেবা ফাউন্ডেশনে ও পশু হাসপাতালে নিয়ে যেতেন না। তারা হরিণটি নিয়ে পশু হাসপাতালে ছবি উঠতেন না। একটা অংশ তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ড চালাচ্ছে তাই তারা সংবাদ সম্মেলন করে বিষয়টি সবার সামনে তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com