লাউয়াছড়ায় সড়কে গাছ পরে ৩ ঘন্টা বন্ধ ছিলো যান চলাচল

September 18, 2021,

বিকুল চক্রবর্তী॥ লাউয়াছড়া বনে শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে একটি সেগুন গাছ, একটি চাপালিশ গাছের বড় ডাল ও বৈদ্যুতিক তারসহ খুঁটি ভেঙ্গে পড়ে সন্ধা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত ওই সড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিলো।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মুল গেটের পাশে পার্কি এলাকায় শ্রীমঙ্গল শহরের দিক থেকে আসা জান্নাতুল কার্গো সার্ভিস নামে একটি কাভার্ড ভ্যান একটি গাছে ধাক্কা মারে চলে যায়।। ধাক্কায় একটি সেগুন গাছ ভেঙ্গে পড়ে একটি চাপালিশ গাছের বড় ডালের উপর সে ডালও ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও তারের উপর। এতে ছিড়ে যায় বৈদ্যুতিক তার। ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক খুঁটিও। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগও।
প্রত্যক্ষদর্শী সিএনজি অটো চালক সুরঞ্জিত জানান, গাছআর মাথা ভেঙে একটি চাপালিশ গাছের উপর পরে। এ সময় চাপালিশের বিশাল একটি ডাল ভেঙ্গে পড়ে। এদিকে দুই গাছের ধাক্কায় বিদ্যুতের তার সমেত একটি খুটি রাস্তার উপর পরে যায়।
লাউয়াছড়া বন প্রহরি আলী হায়দার জানায়, কাভার্ড ভ্যানটি কমলগঞ্জের মাধবপুর চা বাগান থেকে চা পাতা আনতে যাচ্ছিলো। অল্পের জন্য ওই কাভার ভেনসহ আরো ২টি গাড়ি রক্ষা পেয়েছে।
এ ঘটনায় রাস্তা দুই পাশে এসময় শতাধিক সিএনজি চালিত অটোরিকশা, বাস, টমটম, ট্রাক ইত্যাদি আটকা পড়ে। এদিকে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সাভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে রাস্তার উপরে থেকে সরিয়ে দিলে রাত ১০টায় যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com