লাঠিটিলায় মিললো মায়া হরিণের মরদেহ

April 12, 2021,

সাইফুল্লাহ হাসান॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সংরক্ষিত বন বিটে পাওয়া গেলো একটি মায়া হরিণের মরদেহ। শনিবার ১০ এপ্রিল বালিছড়া এলাকার একটি ঝোপে হরিণের মরদেহটি দেখতে পান স্থানীয় মধু আহোরণকারী।
মধু আহোরণকারী জাবেদ মিয়া বলেন, আমরা দুইজন বনে মধু আহোরণকারী করতে যাই। হঠাৎ নাকে দূর্গন্ধ আসে। পরে আমরা খুঁজাখুঁজি করে বালিছড়া এলাকার হলম্পা বাশ মহালের ভেতরে হরিনটির মরদেহ দেখতে পাই। পরে এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
অভিযোগের পাওয়ার পর সরেজমিনে ১২ এপ্রিল সকালে গিয়ে দেখা যায়, হরিণের মরদেহটি পঁচে গেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রাপ্তবয়ষ্ক হরিণটি ৩/৪ দিন আগে গুলি করে শিকার করার চেষ্টা করছিলো শিকারীরা। পরে গুলিবিদ্ধ হরিনটিকে না পেয়ে শিকারীরা ব্যর্থ হয়ে ফিরে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, এই এলাকায় প্রায় এরকম ঘটনা ঘটে। মাঝেমধ্যে ভোরে বনের মধ্যে গুলির শব্দ শুনা যায়। ধারণা করা যায় এগুলো হরিণ শিকারীদের কান্ড।
তিনি বলেন, বনে ডুকলে সবসময় দেখা যায় হরিণ শিকার করার জন্য ঝোপঝাড় তৈরি। নিরিবিলি পরিবেশে যাতে হরিণ শিকার করতে পারে সেজন্য শিকারীরা এই পথ বেছে নেয়। কিন্ত বন বিভাগের কোনো তৎপরতা দেখা যায়নি বলে জানান ঐ স্থানীয় বাসিন্দা ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে লাটিটিলা বন বিট কর্মকর্তা সালাউদ্দিন আহমদ বলেন, এরকম কোনো ঘটনা আমার বিটে ঘটেনি। এখানে ওয়াইল্ড লাইফের কর্মীরা আছেন। এটা অতিরঞ্জিত করার জন্য কে-বা করা ছড়িয়েছে।
জুড়ী রেঞ্জ অফিসার আলাউদ্দিন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। আপনি বলেছেন আমি বিষয়টি দেখতেছি ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com