শমশেরনগর ইসলামিক মিশন সংলগ্ন মাঠে নাশিদ জলসা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন সংলগ্ন মাঠে বুধবার ২৫ জানুয়ারি বাদ আসর বিকাল সাড়ে ৪টা রাত সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত বিজাতীয় সংস্কৃতি পরিহার করে মুসলিম ইসলামিক সাংস্কৃতিক ধারাকে চলমান রাখতে প্রহরা আয়োজনে ও দ্বীন দ্বরদী উলামায়ে ক্বেরাম, যুব সমাজ, ব্যবসায়ী, ইসলামি ভাবধারায় উজ্জিবিত গণমানুষের সার্বিক পৃষ্ঠপোষকতায় আবাবিল সাংস্কৃতিক সংস্থা মৌলভীবাজার পরিচালক শাহ্ মিসবাহ্ সঞ্চালনায় প্রহরা শমশেরনগর সভাপতি আনিছুল ইসলাম শাকের সভাপত্বিতে অনুষ্ঠিত নাশিদ জলসায় আমন্ত্রীত আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা ও নছিহত পেশ করেন জামেয়া ইসলামিয়া আরবিয়া ভিতরবাজার মাদ্রাসা শমশেরনগরের মুহতামিম হাফিজ মাও মুতিউর রহমান,সহ মুহতামিম মাও: আবু বকর, মাও: মুফতি হাসান বিন মুছলে উদ্দিন, মাও শাহ্ লুৎফুর রশিদ প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পরিবেশন করেন হাফেজ ক্বারী জিয়াউল হক ক্বারী খালেদ সাইফুল্লাহ ঢাকা, নাশিদ পরিবেশন করেন ।
কনকনে শীত উপেক্ষা করে উক্ত জলসায় প্রায় পাঁচ শতাধিক ব্যক্তিবর্গের সরব উপস্থিথিতে নাশিদ পেশ করেন আবু সুফিয়ান কলরব, শেখ এনাম, সফিউল্লাহ জিহাদি ঢাকা।
বক্তাগণ বলেন, দেশের বর্তমান সামাজিক পেক্ষাপটে অপসংস্কৃতি রোধ করে সুস্থ ইসলামি জীবন ধারা বজায় রাখতে এবং পবিত্র কোরআন এর আলো ছড়িয়ে দেওয়া সম্পর্কে মানুষকে অবহিত করেন।
মন্তব্য করুন