শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবলে ফেঞ্চুগঞ্জ চ্যাম্পিয়ন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৩ মাস্টারমাইন্ড ফুটবল একাডেমী ফেঞ্চুগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার ১৬ মার্চ বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাস্টারমাইন্ড ফুটবল একাডেমী ফেঞ্চুগঞ্জ ট্রাইবেগারে ৫-৩ গোলে পতনউষার ফুটবল একাডেমীকে পরাজিত করেছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
গোলাম রাব্বির সঞ্চালনায় ও আব্দুল মছব্বিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ।
গত ১১ ফেব্রুয়ারি বিকেলে সিলেট বিভাগের মোট ১৬টি দল নিয়ে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন হয়েছিল।
মন্তব্য করুন