শরীফপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

September 26, 2024,

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ‘আমার গৌরব ফাউন্ডেশন’ মৌলভীবাজার জেলা শাখার সহযোগিতায় শরীফপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জানা যায়, ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫১ জন রোগীর মধ্যে গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন ও প্রসবোত্তর বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, পরিবার পরিকল্পনা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। এছাড়াও ৬০ জন কিশোরীদের স্যানিটারী ন্যাপকিনসহ বয়:সন্ধিকালীন স্বাস্থ্যসেবা প্রদান, ১০ জন দরিদ্র মায়েদেরকে বেবি কিট প্যাকেট এবং ১৯ জন মহিলাকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী প্রদান করা হয়।

সেবা প্রদান করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো: রিয়াজুল ইসলাম, রিফাতুল ইসলাম, সাব এসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নীলকান্ত পাল, মিডওয়াইফ বিথী বর্ধন, আকলিমা আক্তার রূপা। এ সময়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আরো অনেকে সহায়তা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসা উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) খন্দকার মাহবুবুর রহমান ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে বলেন, এরকম ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখলে দুর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠী অধিক লাভবান হবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com