শহরে রেস্টুরেন্ট থেকে ১৬তরুণ-তরুণী আটক
স্টাফ রিপোর্টার॥ হঠাৎ করেই মৌলভীবাজার পৌর শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে হানা দিয়েছে পুলিশ। এসময় সেখানে অবস্থান করা ১৬ তরুণ তরুণীকে আটক করা হয়েছে। আটককৃত সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি আটক শিক্ষার্থীরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডায় মত্ত ছিলো।
১৪ আগস্ট মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরে এই অভিযান চালানো হয়। পুলিশ জানায় স্কুল কলেজ ও ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা চাইনিজ রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে শহরের জিএফসি চাইনিজ রেস্টুরেন্ট, ফায়ার এন্ড আইস রেস্টুরেন্টসহ বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় সেখানে অবস্থান করা ১৬ তরুণ-তরুণীকে আটক করা হয়। আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান, আটককৃতদের থানায় রাখা হয়েছে। তাদের অভিভাবকরা আসলে তাদের ছেড়ে দেয়া হবে।
মন্তব্য করুন