শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের মতবিনিময় সভা

October 13, 2020,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন শৃংখলাসহ বিভিন্ন বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোর সকালে পুলিশ সুপার কার্য়ালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার ফারুক আহমদ এর সভাপতিত্বে¡ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল হক, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, বড়লেখা থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী প্রমুখ সহ পুলিশের অন্যন্য কর্মকর্তা।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এবার মৌলভীবাজার জেলায় ৯শত ৬৯টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com