শিক্ষানুরাগী ও স্কুল প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুল কাহির সুহেল এর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল কাহির সুহেল এর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমানের সভপতিত্বে বক্তব্য রাখেন, সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সমাজসেবক সৈয়দ তৌফিক আহমদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র সৈয়দ ইয়াছির আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল কালাম ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শেখ মোঃ ফজলুর রহমান। পরে শিরণী বিতরণ করা হয়।
উল্লেখ্য ৭ জানুয়ারি ২০২১ বিকেল ৩টার দিকে শহরের পশ্চিম ধরকাপনের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মন্তব্য করুন