শিক্ষার্থীদের নিয়ে জীবন রেখে ব্যবস্থাপনা কর্মশালা

হোসাইন আহমদ॥ পাঠ্য পুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের জীবন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন মৌলভীবাজার ম্যাটস্ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ সালাহ উদ্দিন।
গতানুগতিক ধারার বাহিরে এসে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো এবং তা বাস্তবায়ন করার জন্য সিলেট বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজে “লাইফ লাইন ম্যানেজমেন্ট থ্র” নামে একটি কর্মশাল ইতি মধ্যে শুরু করেছেন।
২৯ এপ্রিল শনিবার শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয়ে একটি প্রোগ্রামে দেখা হয় মোঃ সালাহ উদ্দিন এর সাথে। এসময় তিনি বলেন, আমাদের দেশের বেশির ভাগ শিক্ষার্থীর নিজেদের জীবন নিয়ে কোন পরিকল্পনা নেই। লেখাপড়া করে কি করবে অথবা কি হতে চায় এধরনের কোন চিন্তা নেই তাদের মাথায়। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি তখন থেকে আমার মাথায় চিন্তা আসে কিভাবে শিক্ষার্থীদের লেখাপড়া শেষে বেকার না রেখে কাজে লাগানো যায়। সেই চিন্তা থেকেই আমার কাজের শুরু।
জানাযায়, মোঃ সালাহ উদ্দিন “লাইফ লাইন ম্যানেজমেন্ট থ্র” কর্মশালায় শিক্ষার্থীদের সফল বিভিন্ন মনীষির জীবনী, মানুষের ব্যর্থতার কারণ এবং বর্তমান বিশ্বের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন।
তিনি মৌলভীবাজার ম্যাটস্ এবং হোয়াইট পার্স প্রফেশনাল ইনস্টিটিউট এর সহযোগীতায় বিনা পারিশ্রমীকে দীর্ঘ দিন যাবত একাজ করে যাচ্ছেন। উনার পরিকল্পনা ওই কর্মশালাটি তিনি সিলেট বিভাগের প্রতিটি স্কুলে করবেন।
ইতি মধ্যে তিনি শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয়, এনায়াত উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জের দিনারপুর কলেজ, চুনারুঘাটের শাকিল খান উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট কমিউনিটি সেন্টারে, ছাতকের গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজারের দুভাগ উচ্চ বিদ্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ জুবেদ আলী উচ্চ বিদ্যালয় ও কানাইঘাট উচ্চ বিদ্যালয় কর্মশালা করেছেন।
শনিবার শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয়ে কর্মশালায় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর ও সিলেটের ডাকের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ ও ডা: স্বপন তালুকদার প্রমুখ।
মন্তব্য করুন