কুলাউড়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
September 22, 2024,

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, দশম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নির্বাচনী ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও বেগবান করতে সকলে মিলে সম্মলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন, সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদসহ বিদ্যালয়ের অভিভাবকরা।
মন্তব্য করুন