শিশু বিষয়ক কর্মকর্তা হিসাবে প্রতীকী দায়িত্ব পালন করলো কলেজ ছাত্রী নুসাইবা ইবনাত

October 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসাবে প্রতীকী দায়িত্ব পালন করলো কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী নুসাইবা ইবনাত। যে সব পদে নারীর অংশগ্রহণ কম সে সব পদে কন্যা শিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী এই ‘গার্লস টেকওভার’ কর্মসূচি নেয়া হয়েছে। ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের আয়োজনে সারাদেশে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইত্যাদি পদে কন্যা শিশুরা ১ ঘন্টার জন্য দায়িত্ব পালন করছে।
২৮ অক্টোবর বুধবার জেলায় এই কর্মসূচির অংশ হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের পদে ১ ঘন্টার জন্য দায়িত্ব পালন করে কলেজ ছাত্রী নুসাইবা ইবনাত। কন্যাশিশু দিবস উপলক্ষে, নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থ্যা প্নান ইন্টারন্যাশনাল, উদ্যোগ নেয় এমন এই আয়োজনের।
দায়িত্ব গ্রহন করার পর নুসাইবা ইবনাত দাপ্তরিক সভায় অংশগ্রহণ করে এবং মৌলভীবাজার জেলাকে সকলের সহযোগিতায় বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ সকল প্রকার শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে নারীর ক্ষমতায়নে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com