শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে- এমপি নাদেল
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের সম্ভাবনাময় খাত হলো কৃষিখাত। কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আরো কিছু প্রচলিত পদ্ধতি ব্যবহার করলে এ খাতে আরও উন্নয়ন সম্ভব।
সোমবার ১০ জুন সকাল ১১ টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসন কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হচ্ছে প্রযুক্তিনির্ভর কৃষি। কৃষিতে জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনের নিরিখে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গবেষণাগার তৈরি, গবেষণার কাজে বর্ধিত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে এ উপলক্ষ্যে এ বর্নাঢ্য র্যালী কুলাউড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় কৃষি বিষয়ক ১৩ টি স্টল অংশ নেয়। এসময় আরো উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, আজিজুল ইসলাম, মইনুল হক পবন, কল্যাণ প্রসুন চন্দ, আব্দুল কুদ্দুস, মহি উদ্দিন রিপনসহ ইউনিয়ন পর্যায়ে কৃষির সাথে জড়িত ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন