শেখ হাসিনার নেতৃত্বে দেশ ক্রমশ সামনের দিকে এগুচ্ছে-হুইপ শাহাব উদ্দিন
বড়লেখা প্রতিনিধি॥ জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে তৃণমুল পর্যায়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। তা আর অন্য কোন সরকারের আমলে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
হুইপ শাহাব উদ্দিন এমপি সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের ভবন নির্মাণ কাজের ও মানিকসিংহ রাজাপুর রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৃথক দুইটি উন্নয়ন প্রকল্পে সরকারের ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা।
হাকালুকি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির সভাপতিত্বে স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি, ইউএনও নাছির উল¬াহ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস প্রমুখ।
মন্তব্য করুন