শেরপুর থেকে নিষিদ্ধ নাসির বিড়ি সহ দুইজন আটক করেছে পুলিশ

October 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ ঢাকা-সিলেট মহাসড়ক মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা হইতে আমদানি নিষিদ্ধ বিড়ির চালান নিয়ে আসার পথে দুই চোরাকারবারী কে আটক করেছে শেরপুর পুলিশ ফাঁড়ি।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাতে আমদানি নিষিদ্ধ নাসির বিড়িসহ তাদেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার তেরোহাটি গ্রামের শানু দাসের ছেলে চয়ন দাস ২২)ও তার সহযোগী বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউপির মগবেলপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে টিপু মিয়া (২৪)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির দায়ীত্বরত কর্মকর্তা সাব্বির আহসান এর নেতৃত্বে ও এএসআই ইসমাইল হোসেন সহ রাতে একদল পুলিশকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা  করেন।

অভিযানে সিলেট রোড দিয়ে আসা একটি কার যুগে আমদানি নিষিদ্ধ শেখ নাসির বিড়ির চালান নিয়ে শেরপুর মুক্তিযাদ্ধা চত্ত্বর এলাকায় পৌঁছিলে গাড়ি থেকে দুইজন কে আটক করে পুলিশ।

এ সময় গাড়ির ভেতরে বহনকৃত ২ লক্ষ ৭৭ হাজার ৮৭৫ পিস ভারতীয় নাসির বিড়ি যার মূল্য আটককৃত বিড়ির সমপরিমাণ ও একটি কার জব্দ করা হয়।শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব্বির আহসান আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ওদুইজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com