শোক দিবসে কুলাউড়া থানা পুলিশের খাদ্য বিতরণ

August 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে কুলাউড়া থানা পুলিশ।

রবিবার ১৫ আগষ্ট সন্ধ্যায় কুলাউড়া থানা প্রাঙ্গনে ২ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর , কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম  উপস্থিত থেকে  এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায় বলেন, জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোট ২০০ গরীব দুঃস্থদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এলাকায় করোনা কালিন সময়ে এই মানবিক সহায়তার পাশাপাশি বিভিন্ন ধরণের সেবামুলক  কর্মকান্ড অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com