শোক সংবাদ ॥ অনিল কুমার পাল ॥

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার পাল (৭৮) ২৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের সময় মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সোয়া ১১টায় শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামের নিজবাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি শমশেরনগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক অনিমেষ পাল লিটনের পিতা। তাঁর মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মো: মেয়র জুয়েল আহমদ, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন