শোক সংবাদ ॥ ইফতেখার হোসেন আহমেদ (মাসুক)॥
May 22, 2024,
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের মরহুম তজমুল হোসেনের বড় ছেলে টিসিবি’র সাবেক সচিব ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্টার ডাঃ আবু সালেহ মুহাম্মদ সাহেম সাহেব এর পিতা ইফতেখার হোসেন আহমেদ ওরপে মাসুক (৭৪) ২০ মে রোববার রাত ১১ টা ১৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটে উত্তর কানাইদেশী শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিকবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন