শোক সংবাদ ॥ রমজান আলী বয়াতি

April 20, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা, লোকশিল্পী, বিশিস্ট পুঁথিপাঠক রমজান আলী বয়াতি (৮২) ২০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় হৃদযন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৫টায় শ্রীনাথপুর গ্রামে মরহুমের নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। রমজান আলী বয়াতি স্থানীয় গাজীর গানের পালার শিল্পী ছাড়াও উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সংঙ্গে যুক্ত ছিলেন।
রমজান আলী বয়াতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক-গবেষক দীপংকর মোহান্ত, লোক গবেষক আহমদ সিরাজ, কবি অধ্যাপক অবিনাশ আচার্য্য, মণিপুরী থিয়েটারের সভাপতি শুভাসীষ সমীর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ উপজেলা সংসদের সভাপতি অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, সাধারণ সম্পাদক শাব্বির এলাহী, উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য প্রনীত রঞ্জন দেবনাথ, কবি সনাতন হামোম, জেলা সিপিবি নেতা নীলিমেষ ঘোষ বুলু, আব্দুল লতিফ, এড. ডাডলি ডেরিক প্রেন্টিস, সাংবাদিক-কলামিষ্ট মীর লিয়াকত, প্রবাসী সাংবাদিক সুদেরা সুজন প্রমুখ। বিবিৃতিতে নেতৃবৃন্দ বলেন, রমজান আলী বয়াতির মৃত্যুর সাথে আমাদের লোকভান্ডারের জায়গা শূণ্য হয়ে গেল। লোকসংস্কৃতির মানুষগুলো বড় অসাম্প্রদায়িক চরিত্র বহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com