শোক সংবাদ
August 12, 2021,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর পতন জমিদার বাড়ি নিবাসী খালেদ চৌধুরীর কনিষ্ঠ ছেলে মাকনুন খালেদ সোহানের স্ত্রী সুমাইয়া আক্তার ১০ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৭ ঘটিকায় সিলেট নুরজাহান ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাহের রাজিউন)। জানা গেছে মৃত্যুর আগে সুমাইয়া একটি সন্তান জন্ম দেন, সে সন্তানও মারা যায়।
তার নামাজে যানাজা ওইদিন বিকাল ৫.৩০ মিনিটে শাহবন্দর নিজ বাড়িতে অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
মন্তব্য করুন