শ্রীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘মাস্ক সুন্দরী’’

January 23, 2021,

তোফায়েল পাপ্পু॥ সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুটিং শেষ হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাস্ক সুন্দরী’। শীঘ্রই এটি চিলেকোঠা লিঃ ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে। মনের স্বদিচ্ছা আর প্রকৃত ভালবাসার জন্য সব কিছু সম্ভব এমন চিত্র ফুটে উঠেছে গল্পটিতে। মাস্ক সুন্দরী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টি রচনা ও পরিচালনা করেছেন তোফায়েল পাপ্পু, প্রযোজনা করেছেন বঙ্গকবি লুৎফর রহমান।
পরিচালক তোফায়েল পাপ্পু বলেন অসাধারণ একটি গল্প। গল্পটি দিয়েছেন দোলন সরকার প্রথম। তিনি নিজেও এতে অভিনয় করেছেন। গল্প নিয়ে নির্মাতা হিসেবে আমার কিছুই এখন বলার নেই। আশাকরি সকলের ভাল লাগবে। চিলেকোঠা লিঃ এর ইউটিউব চ্যানেলে আগামী বৃহস্পতিবার ২৮ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘মাস্ক সুন্দরী’। সন্ধ্যা সাড়ে ৭টায় চিলেকোঠা লিঃ ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে।
বিক্রমজিৎ বর্ধনের চিত্রগ্রহনে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তোফায়েল পাপ্পু, দোলন সরকার প্রথম, মো. আল আমিন, প্রিয়াংকা বিশ^াস, অধরা মিম, মো. শাওন, ফারহান ফাহিম, সালমান ফারসি প্রমুখ। আইটি ভ্যালি এর সৌজন্যে নির্মিত হয়েছে এই শর্ট ফিল্মটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com