শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে পুলিশের উঠান বৈঠক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার ৫নং কলাপুর ইউনিয়নে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ বিট পুলিশিং কার্যক্রম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
১৭ আগস্ট সোমবার শ্রীমঙ্গল থানার পুলিশের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই আলমগীর হোসেন, এ এস আই সরোয়ার হোসেন , ৫নং কালাপুরের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিব, আনিছুল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইসলাম আশরাফী, সাবেক মেম্বার শাহানুর রহমান চৌধুরী টুনু, বহিষ্কৃত মেম্বার মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহিনুর রহমান শাহিন, মানিক মিয়া,ইলিয়াম মিয়া প্রমুখ।
মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন সমস্যার আলোকে এ উঠান বৈঠকে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রীর ঘোষনা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে মাদক মুক্ত করা, সেই লক্ষেই কাজ করছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মন্তব্য করুন