শ্রীমঙ্গলের মির্জাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

August 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে মক্তব থেকে ফেরার পথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা কিশোরীর বয়স ১১ বছর। সোমবার ৩০ আগস্ট সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার হওয়া কিশোরীর মামা জানান, আমার ভাগ্নি সকালে গ্রামের মসজিদ থেকে ইসলামী শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাঁশ ঝাড়ের নিচে নিয়ে একই গ্রামের প্রতিবেশী আক্কাস মিয়া (২৮) তাকে ধর্ষণ করে। বাড়িতে আসার পর মায়ের চোখে তার অস্বাভাবিক আচরণ ধরা পড়ে। এ সময় আমার ভাগ্নি বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করতে চাইলে কিশোরীর মা কি হয়েছে জানতে চান। তখন সে জানায়, তাদের গ্রামের নওসাদ মিয়ার ছেলে আক্কাছ মিয়া তাকে ভয় দেখিয়ে এমনটা করেছে। সে জানায়, শুধু আজ নয় এর আগেও সে তার সাথে এরকম করেছে।
এদিকে খবর পেয়ে গ্রামের মানুষ আক্কাস মিয়ার বাড়িতে গেলে আক্কাস মিয়া পালিয়ে যায় বলে জানান তিনি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, তারা ঘটনাটির খবর পেয়ে কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। এবং ঘটনায় অভিযুক্ত আক্কাসকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com