শ্রীমঙ্গলের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া আর নেই

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে সাগরদীঘি এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।
২৯ মে শুক্রবার দুপুর ১১টা ৫৮ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৫ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মোঃ সিরাজ মিয়া মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শত্রুদের দেশ থেকে বিতারিত করতে নিজেও আহত হন। তিনি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। দীর্ঘদিন শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেবসহ শ্রীমঙ্গল উপজেলার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাদ মাগরিব থানা জামে মসজিদে জানাযার নামাজ শেষে শহরের কলেজ সড়কের কবরস্থানে দাফন করা হবে।
মন্তব্য করুন